বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সিঙ্গাপুর যাচ্ছেন নৃত্যশিল্পী নাইম ও ৫ তরুণ নৃত্যশিল্পী
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও
সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে
সিঙ্গাপুর বাংলাদেশ হাই কমিশন এর
আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে
অংশগ্রহন করতে সিঙ্গাপুর যাচ্ছেন ৬
তরুণ নৃত্যশিল্পী। এরা হলেন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে
কর্মরত নৃত্যশিল্পী - নাইমুজ ইনাম নাইম,
ইমন আহমেদ, রুহি আফসানা দীপ্তি,
লায়লা ইয়াসমিন লাবণ্য, এছাড়া আরও
রয়েছেন নৃত্যশিল্পী- সুকোমল ইফতেখার
কাকন ও শ্নাতা শাহরিন। আগামী ৫
জুলাই তারা বাংলাদেশ বিমানের
একটি ফ্লাইটে করে সিঙ্গাপুর রওনা
হবেন। আগামী ৭ জুলাই তারা
সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাই
কমিশনে বাংলাদেশের
দেশাত্মবোধক নৃত্য, রবীন্দ্র সংগীত নৃত্য,
নজরুল সংগীত নৃত্য, লোক নৃত্য, গৌড়ীয়
নৃত্য, চর্যা নৃত্য, কত্থক নৃত্য সহ মোট ১২ টি
নৃত্য সিঙ্গাপুরে উপস্থাপন করবে তরুণ এই
৬ জন নৃত্যশিল্পী।
এছাড়াও এসময় এর
জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত
জাহান মুন্নি ও পাভেল সহ মোট ১৬ সদস্য
এর সাংস্কৃতিক দল বাংলাদেশের
প্রতিনিধিত্ব করবে সিঙ্গাপুরে। নাইম
ও ৫ জন তরুণ নৃত্যশিল্পী সাংস্কৃতিক
অনুষ্ঠান শেষে আগামী ১০ জুলাই
বাংলাদেশে ফিরে আসবেন।